সরকারি আবাসন পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মীর হোসেনের তিন বছরের কারাদণ্ড

দুদকের মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ জানুয়ারি, ২০২৪ at ৫:৪৭ পূর্বাহ্ণ

দুদকের মামলায় মীর হোসেন নামে সরকারি আবাসন পরিদপ্তরের সাবেক উপপরিচালককে তিন বছরের কারাদণ্ড, ৩০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অপর একটি ধারায় মীর হোসেনকে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়ায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন বিচারক। আদালত সূত্র জানায়, ২৫ লাখ ৭৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৯ সালের ১ জানুয়ারি সরকারি আবাসন পরিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সাবেক উপপরিচালক মীর হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। তদন্ত শেষে একই বছরের ৩০ জুলাই আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ১ এপ্রিল মীর হোসেনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধদুই বিশেষজ্ঞ সদস্য ছাড়াই শিক্ষক নিয়োগ বোর্ডের সভা
পরবর্তী নিবন্ধভোটের পর বিএনপির প্রথম কর্মসূচি কালো পতাকা মিছিল