সরকারিভাবে ৮৫ লাখ চারা রোপণ করা হবে

চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

| বুধবার , ৯ জুন, ২০২১ at ৭:২৫ পূর্বাহ্ণ

‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সার্কিট হাউজ প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান একটি চারা রোপণের মাধ্যমে চট্টগ্রাম জেলায় এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলায় এ বছরে প্রায় ৮৫ লাখ বনজ, ফলদ ও ভেষজ চারা সরকারিভাবে রোপণ করা হবে। এই কর্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম জেলার প্রত্যেক সংসদ সদস্যের মাধ্যমে ৫ হাজার করে বনজ, ফলদ ও ভেষজ চারা বিতরণের জন্য মোট ৮৫ হাজার চারা বরাদ্দ রাখা হয়েছে। এসময় চট্টগ্রাম জেলা প্রশাসন এবং উত্তর বন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্ডের কার্যক্রম সহজ করার অনুরোধ বিজিএমইএর
পরবর্তী নিবন্ধমোহাম্মদ সিরাজুল ইসলাম