সময়টা

সাদিয়া পিংকী | রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

আমাদের এই সময়টা মোটেও খুব সুসময় নয়
কথাটা কিভাবে যেন আমরা সবাই জেনে গেছি
বাতাসে ভাসছে গুজগুজ ফিসফাস গুঞ্জন
অবশ্য, সেসব না থাকলেও কি যায় আসে!
ষষ্ঠ ইন্দ্রিয় বুঝে নেয় অশুভর আগাম আগমনী।

থম ধরা গুমোট বাতাস শুষে নেয় অম্লজান;
বিশাল শূন্যতা জুড়ে রাজত্ব কায়েম করে অবিশ্বাস।
এখন এখানে মনের বিনিময় হয় কাঁচের ওপার থেকে
এখন এখানে ভালোবাসা হাত ধরে না ভালবেসে
এখানে মুখের হাসি ঢেকে যায় অস্বচ্ছ আচ্ছাদনে
এখন এখানে শিশুরা খেলাচ্ছলে কলরব করে না আর।
এখন আমাদের আবেগগুলো গৃহের খাঁচায় বন্দী।

এখন চেনা ঢেউয়ে নৌকা ভাসাতে দ্বিধাগ্রস্ত মাঝি
পাল তুলে হাল ধরে বসে তবু দ্বিধার শক্ত কাছি
বেঁধে রাখে আষ্টেপৃষ্ঠে কূলের মজবুত খুঁটির সাথে।

সময়টা তবু গড়িয়ে গড়িয়ে চলে যায় ঠিকই।
অজানা অচেনা গন্তব্যের দিকে ছুটতে থাকা
একচোখা সময়টা জানে আর জানেন ঈশ্বর
এই নশ্বর সময় নশ্বরই, আদৌ মহাকাল নয়।

একদিন এই সময়ের অসময় ভেদ করে ঠিক
হবে নতুন এক পৃথিবীর অবাক সূর্যোদয়।

পূর্ববর্তী নিবন্ধশালবনের শেষ বিকেলের ছায়া ফেলা রোদ
পরবর্তী নিবন্ধকত অজানা