সময়ই বলবে শেষ কথা : ট্রাম্প

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২০ at ৯:৫০ পূর্বাহ্ণ

নির্বাচনের ফলাফল ঘোষণার এক সপ্তাহ পরেও সরাসরি পরাজয় স্বীকার করলেন না আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটু হেঁয়ালি করে শুক্রবার শুধু বললেন, ‘সময়ই শেষ কথা বলবে।’ দিনদু’য়েক আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেয়ো বলেছিলেন, ‘জানুয়ারির ২০ তারিখে ক্ষমতা হস্তান্তর হবে দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের হাতে।’ ফলাফল যে তিনি মেনে নেননি তা স্পষ্টই বুঝিয়ে দিয়েছিলেন পম্পেয়ো।
ফলাফল ঘোষণার এক সপ্তাহ পর নীরবতা ভেঙে শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে কোভিড টিকা নিয়ে কথা বলার ফাঁকে সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে ট্রাম্প কিন্তু পম্পেয়োর মতো বলিষ্ঠ ভাবে কিছু বলেননি। বরং কিছুটা হেঁয়ালি করেই যেন বুঝিয়ে দিতে চেয়েছেন সময় হয়ে এল! বলেছেন, ‘যা-ই হোক ভবিষ্যতে আমি আশাবাদী। কে জানে কার প্রশাসন আসছে, সময়ই শেষ কথা বলবে।’ গণনায় কারচুপির অভিযোগে ইতিমধ্যেই আমেরিকার বিভিন্ন আদালতে কয়েকটি মামলা দায়ের করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মন্তব্যে ইঙ্গিত, এখনও সম্ভবত আদালতের রায় তার পক্ষেই যাবে বলে মনে করছেন আমেরিকার প্রেসিডেন্ট। তবে এর মধ্যে মিশিগানের একটি আদালত ‘ভোট কারচুপি’র অভিযোগ খারিজ করে দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের সামনেই সেনা কর্মীর হাত ধরে জনসমক্ষে মেলানিয়া
পরবর্তী নিবন্ধফাইজারের টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া, উদ্বেগ