সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সেমিনার ও সম্মেলন

| বুধবার , ১ মার্চ, ২০২৩ at ১০:৫৪ পূর্বাহ্ণ

সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সেমিনার ও সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী সকল পেশাজীবীদের দাবিগুলির প্রতি লক্ষ্য রেখে হোমিওপ্যাথি চিকিৎসার ব্যাপারে আস্থা রাখেন। হোমিওপ্যাথিক চিকিৎসার কল্যাণে তিনি জেলা উপজেলা ও প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে স্বাস্থ্যখাতে বরাদ্দ রেখেছেন।

বিশেষ অতিথি এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, দেশের হোমিও চিকিৎসার বিকাশের লক্ষ্যে কাজ করছে সরকার। সরকার ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, যার সুফল জনগণ পাচ্ছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের ভূমিকাও উল্লেখযোগ্য।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. ফজলুল হক সিদ্দিকীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. দিলীপ কুমার বনিক, হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়, ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. ইসরাফিল আলম মুন্সি, ডা. শহিদুল আলম, ডা. মনিরুল ইসলাম, ডা. আব্দুল জলিল, ডা. এস এম ইমরান, ডা. শফিউর বশর, ডা. প্রমেদ দাস, ডা. আনিসুর রহমান, ডা.রুপম রুদ্র, ডা. উজ্জ্বল দাস, ডা. আন্না রাণী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকনকর্ড রেডিমিক্স ও হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা চুক্তি
পরবর্তী নিবন্ধদরিদ্র মানুষের আইনি সহায়তা নিশ্চিতে কাজ করছে সরকার