বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিল আহলা দাশের দিঘির পাড়ে সম্মিলিত বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন পরিষদের চেয়ারম্যান জয়নাল ফারুকের সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষানুরাগী আদুল চৌধুরী, বোয়ালখালী পৌরসভা মেয়র জহুরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম একেএম আব্দুল হাই ভূঁইয়া, অধ্যাপক কানাই দাশ, শ্রমিক নেতা মোহাম্মদ আলী, ক্ষেতমজুর নেতা আবুল কালাম চাষী, কৃষকনেতা মো. শওকত আলী, সাংবাদিক ইসমাইল জসীম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জাহানারা বেগম।
এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন অলক বড়ুয়া, মাস্টার শহিদুল ইসলাম, মো. জসীম উদ্দিন, রেজাউল করিম, মাসুদ করিম, মো. সাহাব উদ্দীন সাইফু, মাস্টার আমির হোসেন, মাস্টার মফিজুর রহমান, বাহাউদ্দিন ফারুক মুন্না, মাস্টার শংকর চৌধুরী, সাজ্জাদ হোসেন, রূপন দাশ, ইকবাল মাস্টার, মো.ইয়াসিন, হিমেল বড়ুয়া, অনীতা চৌধুরী, নারী নেত্রী মদিনা বেগম।
সারাদিন জুড়ে ছিলো বলিখেলা, নাগরদোলা, মোরগ লড়াই, বাউল শিল্পী মুজাহিদ একক পরিবেশনায় ছিল দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনা খাগড়াছড়ি থেকে আগত উপজাতীয় দল নৃত্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্মিলিত নববর্ষ ১৪৩১ উদযাপন পরিষদের সচিব মাস্টার সুদর্শন দাশ।