সম্মিলিত প্রচেষ্টায় সীমান্তে মাদক চোরাচালান বন্ধ করা সম্ভব

সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির মহাপরিচালক ।। চায়ের প্যাকেট ও বরফের ভেতর করে আসছে আইস

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, চায়ের প্যাকেট ও আমদানিকৃত মাছের বরফের ভেতর করে আইস আসছে। আইস দেখতে বরফের মতো হওয়ায় মাদক চোরাকারবারিরা সুযোগ নিচ্ছে। সীমান্তে মাদক চোরাকারবারিদের সাথে বিজিবির ইঁদুর বিড়াল খেলার মতো প্রতিযোগিতা হচ্ছে। চোরাকারবারিরা নতুন নতুন পন্থা অবলম্বন করে আর আমরা এটাকে ধরি। আইসের গন্ধ শুকে বুঝতে পারে মতো কুকুরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এসব কুকুরের মাধ্যমেও আইস উদ্ধার করা হচ্ছে। গত দুই সপ্তাহ আগেও ৯ কেজি আইস উদ্ধার করা হয়েছে। যা টাকার অংকে ৫০ কোটি টাকারও বেশি। এরপরও সীমান্ত রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশে মাদক ঢুকছে। তবে তা অবাধে নয়। মিয়ানমার সীমান্তে আমাদের টহল সংখ্যা অনেক গুণ বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সাতকানিয়ার বায়তুল ইজ্জত বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের ৯৭ তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে চাহিদা কমাতে না পারলে মাদক চোরাচালান বন্ধ করতে পারবো না। এক কেজি আইসের দাম এক কোটি টাকা। শুধুমাত্র বিজিবি এবং আইন শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টায় মাদক দ্রব্যের প্রবেশ রোধ সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সীমান্তে মাদক চোরাচালান বন্ধ করা সম্ভব।
সীমান্ত হত্যার বিষয়ে জানতে চাইলে বিজিবির মহাপরিচালক জানান, আগে সীমান্তবাসীকে সতর্ক হতে হবে। সীমান্ত পার হয়ে অবৈধ ভাবে অন্য দেশে প্রবেশ না করলে সীমান্ত হত্যা থেকে মুক্তি পাবো।
তিনি আরো জানান, বর্তমান সরকার সীমান্তে সড়ক নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। পার্বত্য চট্টগ্রামে অনেক অংশ কাজ হয়ে গেছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সড়ক হয়ে গেলে কাটা তার এবং ড্রোনও হবে। এর আগে পার্শ্ববর্তী দেশের মতো সীমান্তে সড়ক থাকতে হবে।
এর আগে বিজিবির মহাপরিচালক মো সাফিনুল ইসলাম বায়তুল ইজ্জতে বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে ৯৭ তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। ৯৭ তম রিক্রুট ব্যাচে বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজে ৬২১ জন পুরুষ ও ৪৯ জন মহিলা সৈনিক মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

পূর্ববর্তী নিবন্ধকরা যাবে সব থানার জিডি মিলবে নানা পুলিশি সেবা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা