মানুষ হবো, বড় হবো
থাকব সবাই সুখে,
অন্যের সুখে সুখী হবো
দুঃখী হবো দুঃখে।
ভালোর সাথে থাকব শুধু
খারাপের সাথে নয়,
সৎ পথে এগিয়ে যাব
খারাপকে করব জয়।
মিলেমিশে থাকব সবাই
থাকবে না কোনো ক্রন্দন,
আমাদের মাঝে থাকবে শুধু
সম্প্রীতিরই বন্ধন।
ফারহান ইসলাম আরিয়ান (৩২,২১৯) | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ