পটিয়ায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবসায়ীকে পুলিশী হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পৌরসভাস্থ নতুন থানা হাটের খাজা গরিবে নেয়াজ ডেকোরেশন মালিক আইয়ুব ছালেহ। তিনি গতকাল শনিবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এ সময় তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, ছরহরা গ্রামের মৃত নুরুল আলমের পুত্র মঞ্জুরুল আলম আইয়ুব ছালেহের ক্রয় করা সম্পত্তি জবর দখলের পায়তারা চালিয়ে আসছে। পৌরসভার নতুন থানা হাট এলাকায় মঞ্জুরুল আলম জনৈক জহুরা খাতুন থেকে গোবিন্দার খিল মৌজার বিএস ২৪৫০ দাগের জায়গা ক্রয় করে। কিন্তু তিনি ২৪৪৯ দাগের জায়গা দখলের চেষ্টা চালাচ্ছেন। মঞ্জুরুল আলমের এক বোন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশে অফিসার পদে চাকুরী করার সুবাদে প্রায় সময় থানায় মিথ্যা অভিযোগ দিয়ে আইয়ুবকে পুলিশী হয়রানি করছে। এর ধারাবাহিকতায় গত শুক্রবার সকাল ৭টায় গরুর ভুষির বস্তায় আগুন লাগিয়ে দিয়ে মঞ্জুরুল আলম আইয়ুবসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেয়। ভুক্তভোগী আইয়ুব মিথ্যা হয়রানি ও জায়গা জবরদখলের পায়তারা থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।