সমৃদ্ধ আগামী বিনির্মাণে শিশুদের সুপ্ত প্রতিভার পরিপূর্ণ বিকাশ জরুরি

শিশু দিবসের অনুষ্ঠানে নেতৃবৃন্দ

| রবিবার , ২১ নভেম্বর, ২০২১ at ৯:৩৮ পূর্বাহ্ণ

বিশ্ব শিশু দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার নগরীর বহদ্দারহাটস্থ স্বাধীনতা কমপ্লেক্সে শিশুদের নিরাপদ আশ্রয় কেন্দ্র অপরাজেয় বাংলাদেশের শিশুদের পুষ্টিকর খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ফোরাম সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক লিও মিনহাজুর রহমান শিহাব, রাজেশ দাশ, মহিউদ্দীন হাসান বাবলু, মেহেরাজ হোসেন, সুমন দেব, শান্তা দাশ প্রমুখ। অপরাজেয় বাংলাদেশের পক্ষে উপহার সামগ্রী গ্রহণ করেন চট্টগ্রাম জোন ইনচার্জ জিন্নাত আরা বেগম। এসময় নেতৃবৃন্দ বলেন, সমাজের একটি প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে শিশুর মেধা ও চিন্তার বিকাশে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পরিবার, সমাজ ও রাষ্ট্র যদি শিশুদের সুরক্ষা ও সহায়তা দেয় তাহলে শিশুরাও ভবিষ্যতে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানতে পারবে। বক্তারা সুবিধাবঞ্চিত শিশুদের অবহেলিত না ভেবে তাদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআব্দুর রহমান
পরবর্তী নিবন্ধরাউজানে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু