টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে ডুব দেওয়ার পর আটলান্টিকের তলদেশে অন্তর্মুখী বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যাওয়া পর্যটকবাহী ডুবোযান টাইটানের পরিচালক কোম্পানি ওশানগেইট তাদের সব অভিযান ও বাণিজ্যিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক এ কোম্পানিটির ওয়েবসাইটে এ ঘোষণা দেখা যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওশানগেইট সব অভিযান ও বাণিজ্যিক কার্যক্রম স্থগিত ঘোষণা করছে, ওয়েবসাইটের ওপরে ব্যানারে লাল রংয়ে লেখা এই কথাটুকু ছাড়া এ সিদ্ধান্তের বিষয়ে আর কিছু জানায়নি তারা। জুনে আটলান্টিকের তলদেশে অন্তর্মুখী বিস্ফোরণে টাইটানের চুরমার হয়ে যাওয়ার কারণ নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে। ডুবোযানটি বিস্ফোরিত হওয়ায় ভেতরে থাকা ৫ আরোহীর সবাই মারা যান। এ ঘটনার পর এ ধরনের অভিযানের ব্যাপারে নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর বিডিনিউজের।
কয়েকদিন আগে মার্কিন কোস্ট গার্ড সমুদ্র তলদেশে অভিযান চালিয়ে ডুবোযানটির বেশ কয়েকটি টুকরো উদ্ধার করে। এসব টুকরার মধ্যে মানুষের দেহাবশেষ থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে।