সমুদ্র কাব্য

প্রতিমা দাশ | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

ঢেউ নয় আমি দেখি সমুদ্রের বাঁধভাঙা কাব্য!

উতালি পাতালি উদ্বেল হৃদয়

নোঙর খুঁজে গোপনে!

শূন্যতায় মিলিয়ে যায় জলস্রোত,

জলের অতলে নিস্তব্ধ চাপা

আত্মাহুতি কেই বা খুঁজে।

যদি হয় আবার সমুদ্রমন্থন!

অমৃত উঠুক তবে অস্তায়মান সন্ধ্যায়!

ক্রমশ মিলিয়ে যাক উত্তাল ঢেউয়ের দ্রোহ..

অসময়ে ঢলে পড়ুক সূর্য পশ্চিমে!

মহাশূন্যে জ্যোতির মতো জ্বলজ্বল করুক

গত জন্মের অলৌকিক স্বপ্নের সপ্তর্ষি মণ্ডল।

পূর্ববর্তী নিবন্ধএকটি রূপালি ভোর আর একজন ভালো মানুষ
পরবর্তী নিবন্ধক্যারিয়ার ম্যাপ : সফলতার সিঁড়ি বেয়ে ওঠার গাইডলাইন