বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়। পাশাপাশি সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌ যোগাযোগ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপ ও বায়ুচাপের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারের দ্বীপ ও চরাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ ফুট পর্যন্ত বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ হারুনুর রশিদ জানান, নিম্নচাপের প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে এবং দেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে। ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটির অবস্থান ভারতের দিকে রয়েছে। এখন পর্যন্ত দেখা যায় যে, নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে রূপ নিলেও চট্টগ্রাম কিংবা কক্সবাজারে এর তেমন প্রভাব পড়বে না।
টেকনাফ-সেন্টমার্টিন নৌ যোগাযোগ বন্ধ : টেকনাফ প্রতিনিধি জানান, বৈরী আবহাওয়ার কারণে গতকাল থেকে বন্ধ রয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌ যোগাযোগ। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান।
এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কক্সবাজারে পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করছে ট্যুরিস্ট পুলিশ। এছাড়া মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে।