সমুদ্রপথে সুইডেন থেকে ফিনল্যান্ডে গায়ক ইমরান

| শনিবার , ২১ মে, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

ইমরান মাহমুদুল এই মুহূর্তে দেশে নেই। তিনি ইউরোপ ঘুরছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ইনস্টাগ্রামে লাইভে আসেন ইমরান। সমুদ্রপথে সুইডেন থেকে ফিনল্যান্ড যাচ্ছিলেন। এ সময় সমুদ্রের সৌন্দর্য দেখাতেই লাইভে আসেন। বিশাল এক জাহাজের ডেকে দাঁড়িয়ে আছেন। মৃদু রোদ ছড়িয়ে পড়েছে মুখে। কিন্তু টিশার্ট পরায় শীতে কাঁপছিলেন। সে কথা অবশ্য বারবার বলছিলেন, ‘এখানে প্রচণ্ড শীত, ঠাণ্ডা লাগছে।’ এ সময় আরো দুজন ব্যান্ড মেম্বারও তার পাশে এসে লাইভে অংশ নেন। ইমরান বলছিলেন, ‘আমরা ফিনল্যান্ড থেকে সুইডেন যাচ্ছি। অসাধারণ এক সময় কাটছে জাহাজে। এই জাহাজটা ১৪ তলা। এখানে প্রচণ্ড শীত। টিশার্ট পরেছি, তাই ঠাণ্ডাও বেশ লাগছে।’

এ সময় ইমরান তার ইউরোপ ভ্রমণের কর্মসূচিও জানালেন। বললেন, ‘আপনারা তো জানেন ফেসবুকে আমার বেলজিয়াম, সুইডেনের কনসার্টের কথা জানানোই আছে। আগামী ২২ তারিখে প্যারিসে কনসার্ট রয়েছে। এরপর ২৩ তারিখে ঢাকার উদ্দেশে রওনা দেব।’ এ সময় তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে মনোননয়ন পেয়েছেন জানিয়ে ভক্তদের নিকট ভোট প্রার্থনাও করেন।

পূর্ববর্তী নিবন্ধবিমানবন্দর সড়কে শৌচাগারের খোঁজে অমিতাভ রেজা
পরবর্তী নিবন্ধ১৭ জুন প্রেক্ষাগৃহে আসছে আদর-বুবলী জুটির ‘তালাশ’