হে সমুদ্র গভীর রাতে আমি
তোমার কান্না শুনি
তোমারই গর্জনে আমার ঘুম ভাঙে।
তোমার সেই আর্তনাদ আমি বহুবার শুনেছি।
তোমার ছোবলে আমাদের কত
ছেলে মেয়ে প্রাণ হারিয়েছে।
তুমি এত নিষ্ঠুর নির্দয় হলে কেমন করে
তবুও তোমাকে এক নজর দেখার
শখের কমতি নেই মানুষের
তোমার সান্নিধ্যে এসে মন ভরে নিঃশ্বাস নেয় মানুষ
তোমাকে দেখে মানুষের মন ভাল হয়ে যায়।
অন্ধকারে তোমার বিশালতা দেখে মন কেঁপে উঠে।
কী ভীষণ শক্তির উৎস তুমি
মুহূর্তের মাঝে ফুলে ফেঁপে ছুটো।
বিনাশ করতে পারো মানুষ, পশুপাখি, গাছপালা যত
সেকি ভয়ংকর রূপ তোমার।
বিধাতার অসীম শক্তির এই পরিচয়
গুনাহগার বান্দার মনে অনুশোচনা হয়।