সমাজে অবহেলিত মানুষের পাশে সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত

পাহাড়তলীতে তিন পঙ্গু প্রতিবন্ধীর মাঝে রিকশা বিতরণ

| শনিবার , ৪ নভেম্বর, ২০২৩ at ৪:৫৫ পূর্বাহ্ণ

নগরীর ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে তিনটি পরিবারের তিন পঙ্গু প্রতিবন্ধীর মাঝে তিনটি অটোরিকশা প্রদান করেন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সহসভাপতি মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী। এ সময় মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, মানবিক মূল্যবোধ থেকেই সমাজের অবহেলিত ও হতদরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা সব সময় করে আসছি। তারই ক্ষুদ্র প্রয়াস এই তিন পরিবারের মাঝে তিনটি অটোরিকশা বিতরণ করেছি। সকলের উচিত অবহেলিত ও হতদরিদ্র মানুষের পাশে থাকার। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক লীগ নেতা রাজেশ বড়ুয়া, মহানগর ছাত্রলীগের সহসভাপতি সৌমেন বড়ুয়া, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসম্পাদক মোঃ রেজাউল করিম রিটন, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা কামরুল হাসান শিবলু, মুমিনুল হক, রোশনের জামান রনি, মাজাহারুল ইসলাম, আল আমিন সহ আরও অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপূর্বাশার আলোর ২০ বছর পূর্তিতে অসহায় মহিলাকে ঘর উপহার
পরবর্তী নিবন্ধবেগম নাজমুন নাহার