সাংসদ মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, সমাজের সার্বিক উন্নয়নে সামাজিক সংগঠনগুলোও অবদান রাখতে পারে। শিক্ষার্থীদের ও যুবসমাজের নৈতিক অবক্ষয়ের এই সময়ে তাদের ভালো কাজের মাধ্যমে উদ্বুদ্ধ করে সমাজের আমূল পরিবর্তন সম্ভব। মানবিক সংগঠন শেকড় ইতিমধ্যে ভালো কাজের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। তাদের সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে এ প্রত্যাশা করছি। তিনি গত শুক্রবার বিকেল ৩টায় মানবিক সংগঠন শেকড়ের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলার গোমদন্ডী ফুলতল চত্ত্বরে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেম ছিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম জাবেদ হায়দারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সীমান্ত তালুকদার। বক্তব্য রাখেন মাহাবুব আলম শিবলী, রেজাউল করিম বাবুল, শফিউল আলম, নুর হোসেন, এস এম জসীম উদ্দিন, শফিকুর রহমান, শ্যামল বিশ্বাস, আবদুল মান্নান রানা, অধ্যাপক আবু নঈম চৌধুরী, সুবল দাস, মো. নুরুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।