আমরা সবাই সমাজে বসবাস করি। সমাজের অনেক অনিয়ম আমাদের চোখের সামনে ঘটে। আমরা তা দর্শন করেও দৃষ্টিগোচর করে রাখি। আমাদের নিজে থেকে তা অনুধাবন করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের মধ্যেই পরিবর্তন আনতে হবে। মনে রাখতে হবে সমাজ নিজে নিজে কখনোই চেঞ্জ হতে পারে না, সমাজকে চেঞ্জ করতে হয়। আর তা একমাত্র মানুষরাই পারে। তাই সমাজকে সুন্দর করতে তার পরিবর্তনে আশু হস্তক্ষেপ করতে হবে। আমরা যদি ঠিক থাকি, সমাজ অটো পরিবর্তন হয়ে যাবে। তাই পরিবর্তন নিজের জায়গা থেকেই হোক।