আদিম যুগে সমাজ গঠিত হয়েছিল মূলতঃ সবাই একসাথে বসবাস করার জন্য এবং সুখ-দুঃখে একে অপরের সাহায্যে আসার জন্য। এ ধারা সম্ভবতঃ চির বহমান। সমাজ বিনির্মাণে সৎ মানুষেরা চিরকালই তাদের শ্রম, মেধা এবং সৃজনশীলতার স্বাক্ষর রেখে গেছেন। অনেক সময় সমাজের এসব মানুষেরা নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে গেছেন। আজ আমরা যে আধুনিক সমাজে বসবাস করছি তা নিশ্চিতভাবেই এসব সমাজ বিনির্মানকারী মহৎ মানুষদেরি অবদান। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ক্রমেই ক্ষয়ে যাচ্ছে সমাজ ব্যবস্থা। সমাজে ঢুকে স্থায়িভাবে অবস্থান নিয়েছে কিছু কিছু নষ্ট মানুষ, যারা সমাজকে পরিচালিত করছে নিজেদের স্বার্থে অন্যপথে, ফলে সমাজের মানুষ হচ্ছে দিকভ্রান্ত। প্রকৃতপক্ষে এমন নষ্ট লোক সমাজে অতিতেও থাকলেও তা ছিল অতি নগণ্য কিন্তু বর্তমানে এদের সংখ্যা এমনভাবে বেড়েছে যে সমাজের সৎ লোকেরা এদের দাপটে দূরে সরে যাচ্ছে ফলে সমাজ ক্রমেই চলে যাচ্ছে নষ্টদের দখলে। এখন সমাজে মুরব্বিদের দেখলে সাইকেল থেকে নেমে সম্মান করতে দেখা যায়না। দেখা যায়না মুরব্বিদের নিয়ে কোনো সমাজের কোনো বিষয়কে নিয়ে আলাপ- আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার। এখানে এখন প্রতিনিয়তই দেখা যায় নষ্ট মানুষেরা তাদের মতামত চাপিয়ে দিচ্ছে এবং তাদেরই কথায় সমাজের মানুষকে ওঠতে বসতে বাধ্য করছে এভাবে চলতে থাকলে আদিম একটি কাঠামো অর্থাৎ সমাজ ব্যবস্থার সব জায়গায় নষ্টরা দখল করে নেবে তখন সমাজে ভালো মানুষদের কোনো মূল্যই থাকবেনা। যে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে যুগযুগ ধরে ভালো এবং মহৎপ্রাণ মানুষেরা তাদের শ্রম এবং ঘাম জড়িয়েছে প্রয়োজনে সমাজের জন্য জীবন উৎস্বর্গ করেছে এমন সমাজ ব্যবস্থা নষ্টদের দখলে থাকবে এমনটা কখনও মেনে নেয়া যায়না, তাই আমাদের প্রত্যেকেরি উচিৎ সমাজের এসব নষ্ট মানুষদের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং প্রয়োজনে এদেরকে সমাজ থেকে জেটিয়ে বিদায় করা কারণ এরা সমাজে ঘাবটি মেরে বসে থাকলে সমাজে কখনও ভালো কাজ হবেনা এরা এতে সবসময় বাঁধা দেবে। আর এসব নষ্ট মানুষদের কারণে সমাজ ব্যবস্থার মত একটা সুন্দর কাঠামো নষ্ট হয়ে যেতে পারে না। তাই আসুন সমাজের এসব নষ্ট মানুষদের বিরুদ্ধে সবাই একসাথে প্রতিবাদ করি এবং এদের সমাজ থেকে চিরতরে বের করে দিয়ে সমাজের সৎ মানুষদের জায়গা করে দেই। আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত সমাজ নষ্টদের দখলে থাকলে কখনও সমাজের উন্নতি হবে না এবং সমাজ থেকে সৎ মানুষগুলো ক্রমেই হারিয়ে যাবে। অতএব সবাই একসাথে আওয়াজ তুলুন- সমাজ চালাবে সৎলোক- নষ্ট লোকের জায়গা নাই, নষ্টরা চলে যাও, পারলে তোমরা সৎ হও।