সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

| সোমবার , ৩০ মে, ২০২২ at ৮:৪৮ পূর্বাহ্ণ

 

সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় আন্তঃ প্রাতিষ্ঠানিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। তিনি কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক নুসরাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারূফ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ওয়াহিদুল আলম (চট্টগ্রাম), ফরিদুল আলম (কক্সবাজার), মিল্টন মুহুরী (বান্দরবান), মো. ওমর ফারুক (রাঙ্গামাটি), মো. মনিরুল ইসলাম (খাগড়াছড়ি), মো. নজরুল ইসলাম পাটোয়ারি (নোয়াখালী), সাইফুল ইসলাম চৌধুরী (ফেনী), নুরুল ইসলাম পাটোয়ারি (লক্ষীপুর), জেড.এম মিজানুর রহমান (কুমিল্লা), আবদুল কাইয়ুম (ব্রাহ্মণবাড়িয়া), রজত শুভ্র সরকার (চাঁদপুর) ও বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ প্রমূখ। চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবার কার্যালয়ের অধীন ১১ জেলার ১৮টি প্রতিষ্ঠান, সরকারী শিশু পরিবার, পিএইচটি সেন্টার, সম্মিলিত দৃষ্টি প্রতিবন্ধী ও ছোটমনি নিবাসের ৬৩৩ জন নিবাসী আন্তঃ প্রাতিষ্ঠানিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে ।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, শিশুদের শারীরিকমানসিক বিকাশ ও মেধামননে খেলাধুলার কোনও বিকল্প নেই। আজকের খেলোয়াড়রাই একদিন আন্তর্জাতিক ক্রীড়াবিদ হবে। আনন্দবিনোদন ছাড়া কারও জীবন পরিপূর্ণ হয় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া শিশুদের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের নির্দেশনায় এসব পিছিয়ে থাকা শিশুদেরকে পড়ালেখা ও আনন্দবিনোদনের পাশাপাশি স্বাবলম্বী করতে সমাজসেবা অধিদফতর ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করে চলেছেন। সমাজের অসহায় মানুষের কষ্ট লাঘবে বর্তমান সরকার বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, বেদে ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী হিজড়া ভাতাসহ অনেক সুযোগসুবিধা অব্যাহত রেখেছেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড পৌরসভা, বাঁশবাড়িয়া, বারৈয়াঢালা ও মুরাদপুর জয়ী
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন