সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার স্মারকলিপি

শিক্ষাখাতে ২৫ শতাংশ বরাদ্দসহ ৪ দফা দাবি

| বুধবার , ২৬ মে, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ, সকল শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা ও করোনাকালে সকল প্রতিষ্ঠানে বেতন মওকুফ এবং অনলাইন ক্লাস-পরীক্ষার জন্য বিনামূল্যে ডিভাইস ও ইন্টারনেট সেবার জন্য বাজেট বরাদ্দ দেওয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখা।
গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়। এর আগে সকাল ১১টায় নিউমার্কেট মোড়ে সমাবেশ করে ছাত্র ফ্রন্ট নগর শাখা। এতে বক্তব্য দেন সংগঠনের নগর সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ ও সাংগঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন। সমাবেশ পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রীতম বড়ুয়া।
বক্তারা বলেন, দেশের ৬৩% গ্রামীণ পরিবার ইন্টারনেট ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত। ৮৭% পরিবারের ইন্টারনেট ব্যবহারে প্রয়োজনীয় দক্ষতা নেই। সেখানে পর্যাপ্ত প্রশিক্ষণ নিশ্চিত না করে অনলাইন ক্লাসের নামে শিক্ষার্থীদের সঙ্গে তামাশা সৃষ্টি করা হয়েছে। এতে বিদ্যমান বৈষম্য আরো প্রকট হয়ে উঠেছে। এছাড়া করোনাকালে ব্যবসায়ীদের জন্য লক্ষ-কোটি টাকা প্রণোদনা ঘোষণা করা হলেও শিক্ষার্থীদের বেতন মওকুফ এবং ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য এখনো কোনো প্রণোদনা দেওয়া হয়নি।
তাই শিক্ষাখাতকে বাঁচাতে আসন্ন জাতীয় বাজেটে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। বাংলাদেশে অনলাইন শিক্ষাব্যবস্থা কার্যকর সমাধান নয় বলেও মন্তব্য করেন বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামাল খান ওয়ার্ড যুবদলের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধপটিয়ায় বিকাশ ম্যানেজারের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা