সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন সাখাওয়াত হোসেন মজনু

স্মরণ অনুষ্ঠানে ওয়াহিদ মালেক

আজাদী ডেস্ক | শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:০৪ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেছেন, সাখাওয়াত হোসেন মজনু বাকলিয়ার অবহেলিত পরিবেশে আলো ছড়ানোর লক্ষ্যে সার্ক একাডেমি নামে স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি চাইলে এখানে একটি ফার্ম হাউস খুলে ব্যবসা করতে পারতেন। কিন্তু তিনি তা না করে এই অবহেলিত অঞ্চলে একটি আধুনিক স্কুল স্থাপন করে এই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে আলোকিত করতে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি সবসময় সমাজের মঙ্গলের জন্য কাজ করতেন। তাঁর সাথে আমাদের পারিবারিক বন্ধন ছিল দৃঢ়। আজাদীর সুখে-দুঃখে তিনি পাশে থাকতেন। তাঁর মতো অমায়িক সমাজসেবক অল্প সময়ের মধ্যে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি সমাজকে অনেক পরিবর্তন ও এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন। তার এই স্বপ্ন সার্ক একাডেমির ছাত্রছাত্রীরা এগিয়ে নিয়ে সমাজকে আলোকিত করবেন। সাখায়াত হোসেন মজনুর মতো সৃষ্টিশীল মানুষ সমাজে বেশি প্রয়োজন।
গতকাল শুক্রবার বিশিষ্ট লেখক, কলামিস্ট এবং সার্ক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মজনুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাকলিয়া বজ্রঘোনা ওয়াইজার পাড়ায় প্রতিষ্ঠিত সার্ক একাডেমি প্রাঙ্গণে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র কোরআন খতম মিলাদ শেষে স্মরণসভায় কোরআন তেলোয়াত করেন হাফেজ মুহাম্মদ আবু সাঈদ। নাত পরিবেশনা করেন মুকাররমা খানম। একাডেমির পরিচালক লিয়াকত আলী এতে সভাপতিত্ব করেন। পরিচালনা করেন, একাডেমির শিক্ষিকা ফাতেমাতুজ জোহরা। স্মরণসভায় আরো বক্তব্য দেন, সার্ক একাডেমির সাধারণ সম্পাদক আহমদ উল আলম চৌধুরী রাসেল, মরহুমের সহধর্মিণী ও পরিচালক মর্জিনা আক্তার, পরিচালক অ্যাডভোকেট এম এ বারী, সালমা রহমান, মাওলানা মাহমুদুর রহমান, মুহাম্মদ আলী, রিয়াজুল ইসলাম, সরোয়ার মোর্শেদ বেগ, জোবাইদা খাতুন, সালমা আক্তার, সার্ক একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদা হোসেন, সিনিয়র শিক্ষিকা রুমানা আক্তার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদিনভর ভ্যাপসা গরম, অস্বস্তি
পরবর্তী নিবন্ধযথেষ্ট ভোজ্যতেল দেবে ইন্দোনেশিয়া : পররাষ্ট্রমন্ত্রী