আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, ধর্মীয় সমপ্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র হলে কঠোর হস্তে তা প্রতিহত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় সব সমপ্রদায়ের মানুষকে এক করেছেন। সমপ্রীতির এ বন্ধন কোনো শক্তিই বিভক্ত করতে পারবে না।
সমপ্রতি নগরীর মধ্যম মোহরায় সুকুমার চৌধুরী বাড়ি প্রাঙ্গণে আয়োজিত গৌরাঙ্গ নিকেতন উৎসবের সমাপনী দিনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
গৌরাঙ্গ নিকেতন উৎসব উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান অমিত চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রজারিও, পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, বৌদ্ধ ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনান্দপ্রিয়, রাউজান পৌরসভার সাবেক মেয়র দেবাশীষ পালিত, সাতকানিয়ার পৌর মেয়র জোবায়ের হোসেন, চসিক কাউন্সিলর জহরলাল হাজারী, শৈবাল দাশ সুমন, পুলক খাস্তগীর, কাজী নুরুল আমিন মামুন, মো. এসরারুল হক এসরাল, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রুমেল বড়ুয়া রাহুল, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন, সন্তোষ কুমার নন্দী, মো. নুরুন নবী সাহেদ, শহিদুল আলম শহীদ, তৌহিদুল আলম বাবু ও স্বপন। নিউটন কুমার মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডা. সজল বৈদ্য ও ডা. বিকাশ সেন। প্রেস বিজ্ঞপ্তি।