রমজানেরই চাঁদ উঠেছে
ওই আকাশে যত
উপরে চাঁদ নিচে শুক্র
নয় এবারের মত।
চাঁদের নিচে ফোটাও কি
চন্দ্রবিন্দু নয়
আকাশে ওই চাঁদের ফোটা
থাকুক হয়ে অক্ষয়।
মানব মাঝে ছড়িয়ে পড়ুক
ভালোবাসার গীতি
বিভেদ ভুলে সবার মনে
বাড়ুক না সমপ্রীতি।
সৈয়দা সেলিমা আক্তার | বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ