সভাপতি-সা. সম্পাদক পদে বহাল থাকছেন মোছলেম-মফিজ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৮:০৪ পূর্বাহ্ণ

সম্মেলন হলেও পরিবর্তন হচ্ছে না দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতিসাধারণ সম্পাদক। সভাপতি পদে আবারো মোছলেম উদ্দিন আহমদ এমপি এবং সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমান বহাল থাকছেন। বহুল প্রত্যাশিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামীকাল নগরীর এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেশিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কেন্দ্রীয় একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দলীয় সভাপতির নির্দেশনা মোতাবেক সম্মেলনের প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় নেতারা আগের কমিটির সভাপতি

এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবেন। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই নির্বাচনের আগে সভাপতিসাধারণ সম্পাদক পরিবর্তন না করার নির্দেশনা রয়েছে। সেই অনুযায়ী সভাপতি পদে আবারো মোছলেম উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমান বহাল থাকবেন। তবে অন্যান্য পদে পরিবর্তন আসতে পারে। ক্লিন ইমেজের নেতাদের পদোন্নতি হতে পারে। বার্ধক্য এবং মৃত্যুজনিত শূন্য হওয়া পদগুলোতে নতুন ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালের ২৩ জুলাই। সম্মেলনে প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু সভাপতি এবং তারই পছন্দের মোছলেম উদ্দিন আহমদ এমপি সাধারণ সম্পাদক হন। ২০১২ সালের ৪ নভেম্বর আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুর পর ২০১৩ সালে কমিটির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন চৌধুরীকে সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয় সমঝোতার ভিত্তিতে।

পূর্ববর্তী নিবন্ধসেমিফাইনালে ফ্রান্স, ইংল্যান্ডের বিদায়
পরবর্তী নিবন্ধসীমিত ছিল চট্টগ্রাম থেকে দূরপাল্লার গাড়ি চলাচল