৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি–বার্ষিক সম্মেলন গতকাল শনিবার সকালে স্থানীয় রহমানিয়া স্কুল মিলনায়তনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এবং পাঁচলাইশ থানা আওয়ামী লীগের সমন্বয়ক আহমেদুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রথম অধিবেশনের পর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে কাজী রাশেদ আলী জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক পদে এম.এ রহিমকে নির্বাচিত করে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
সম্মেনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, আগামী জাতীয় দ্বাদাশ সংসদ নির্বাচনকে ঘিরে দেশ–বিদেশী ষড়যন্ত্রের আভাষ–ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই নির্বাচনকে প্রতিহত করার জন্য যারা নানাধরণের ষড়যন্ত্রমূলক ছক তৈরি করছে তাদেরকে আমরা চিনি। তাদের ছক বাস্তবায়নের প্রস্তুতির আগেই তাদেরকে প্রতিহত করতে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে। যখনই সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন হয়েছে তখনই সাধারণ ভোটাররা আওয়ামী লীেেগর বিজয় নিশ্চিত করেছে।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আমরা একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েছি। এই চ্যালেঞ্জ মোকাবেলা না করতে পারলে আমাদেরতো বটেই সমগ্র জাতিকে অস্তিত্বের সংকটে পরতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা নিজেরা একে অপরের বিরুদ্ধে যতটুকু সরব হলেও আমরা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ততটুকু সরব ও সোচ্চার নয়। আমরা একে অন্যের সমালোচনা করি। কিন্তু আত্মসমালোচনা করি না। এ বিষয়ে আমাদেরকে বুঝতে হবে এবং ভাবতে হবে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি। আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, কাউন্সিলর মোবারক আলী, ওয়ার্ড আওয়ামী লীগের মোঃ ইসকান্দার ইসকু, সোহেল মাহমুদ, ইউনিট আওয়ামী লীগের মোঃ ইদ্রিস, জাহেদুল আলম, শাকিল মাহমুদ। সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, মসিউর রহমান চৌধুরী, হাজী মোঃ হোসেন, জোবাইরা নার্গিস খান, আবু তাহের, দিদারুল আলম চৌধুরী, সাইফুদ্দিন খালেদ বাহার, জাফর আলম চৌধুরী, ড. নেছার উদ্দীন আহমেদ মঞ্জু, হাজী বেলাল আহমদ প্রমুখ।