সারা দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোর ১ম থেকে ৯ম শ্রেণির ভর্তিতে ডিজিটাল লটারি কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ ৩০ ডিসেম্বর অনলাইনে এ লটারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হাই কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে মাধ্যমিক স্কুলে ভর্তিতে সব শ্রেণির লটারি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে মাউশি।
এই তথ্য নিশ্চিত করে মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) ও সরকারি স্কুল ভর্তি সংক্রান্ত কমিটির সদস্য সচিব মো. আজিজ উদ্দিন গতকাল মঙ্গলবার রাতে আজাদীকে বলেন, এক অভিভাবকের দায়ের করা রিট পিটিশনের প্রেক্ষিতে মহামান্য হাই কোর্ট একটি নির্দেশনা দিয়েছেন। এর প্রেক্ষিতে সরকারি স্কুলে ভর্তিতে পূর্ব নির্ধারিত ডিজিটাল লটারি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে অনলাইন লটারির তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
গত রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করেছে মাউশি। মাউশির মহাপরিচালক (ডিজি) প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।