চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে ৭৩৫টি কেন্দ্রে অনুশীলনমূলক (মক) ভোট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এদিকে প্রতীকী হলেও অনেকে জীবনের প্রথমবারের ইভিএমে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
গতকাল নগরীর কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে মক ভোট প্রয়োগ করছেন। ভোটগ্রহণ কর্মকর্তারা তাদের এ সময় ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার নিয়ম শিখিয়ে দিচ্ছেন। ১৫নং বাগমনিরাম ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. জারিফ হোসেন। তিনি বলেন, এবার প্রথম ভোটার হয়েছি। প্রতীকী ভোট দিতে পেরে খুবই ভালো লেগেছে।
চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বলেন, নগরীর ৭৩৫টি ভোটকেন্দ্রে একযোগে মক ভোটিং সম্পন্ন করেছি আমরা। সকাল ১০টার আগেই সব কেন্দ্রে ইভিএম মেশিনসহ ভোট গ্রহণের সরঞ্জাম পাঠিয়ে দেয়া হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটকেন্দ্রে আগত ভোটাররা মক ভোট দিয়েছেন।
উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি ৭৩৫টি ভোট কেন্দ্রে এবং ৪ হাজার ৮৮৬টি বুথে চসিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ২টি, অস্থায়ী বুথের সংখ্যা ৭৬৪টি। ভোট গ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৭৩৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪ হাজার ৮৮৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৯ হাজার ৭৭২ জন পোলিং কর্মকর্তা। সকাল ১০টা থেকে ভোট শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।