সবার স্বার্থে টিকা নেয়ার বিকল্প নেই -ডা. এহসান সোবহান চৌধুরী

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:২৯ পূর্বাহ্ণ

শেভরণ লিমিটেডের পরিচালক ডা. এহসান সোবহান চৌধুরী উৎসবমুখর পরিবেশে টিকা নেয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা অনেক ডাক্তার এবং বন্ধু-বান্ধব মিলে টিকা নিয়েছি। কিন্তু কারো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তবে তার স্ত্রীর শারীরিক কিছু সমস্যা থাকলেও তিনি টিকা নিয়েছেন বলে উল্লেখ করেন ডা. এহসান।
হালকা সমস্যা হলে নাপা বা প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ার পরামর্শ দেন তিনি।
টিকা দেয়ার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে ডা. এহসান বলেন, সকলের উচিত টিকা নেওয়া। নিজের এবং সবার স্বার্থে টিকা নেওয়ার কোনো বিকল্প নেই। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা উচিত। যিনি যে হাতে কাজ করেন, তার বিপরীত হাতে টিকা নেয়ার পরামর্শ দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধউৎসবমুখর পরিবেশে টিকা নিয়েছি -ওসমান গনি মনসুর
পরবর্তী নিবন্ধসর্বত্রই সরকার দক্ষতার যে স্বাক্ষর রাখছে তা অতুলনীয় -তরুণ শিল্পপতি শোভন