সবজির বাজারে অস্বস্তি মাছ মাংসের দামও চড়া

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩৯ পূর্বাহ্ণ

নগরীর সবজির বাজারে স্বস্তি নেই। এছাড়া মাছ-মাংসের দামও এখনো চড়া। শীতকালীন সবজির দাম গত এক সপ্তাহের তুলনায় ৫-১০ টাকা পর্যন্ত বেড়েছে। সবজি বিক্রেতারা বাজারে সরবরাহ কমে যাওয়ার কথা বললেও ক্রেতারা বলছেন, এসব অজুহাত ছাড়া কিছুই নয়। প্রান্তিক পর্যায়ে সবজি বিক্রি হচ্ছে অনেকটা পানির দরে। কিন্তু শহরের বাজারগুলোতে কেবল দাম বেশি।
সবজির আড়তদাররা বলছেন, নগরীর বাজারগুলোতে আগে স্থানীয় উপজেলাগুলো থেকে প্রচুর পরিমাণে সবজি আসত। তবে এবার সেটি অনেক কমে গেছে। এর প্রভাব পড়েছে বাজারে। আগে চট্টগ্রামের চন্দনাইশ, বাঁশখালী, সীতাকুণ্ড এবং হাটহাজারীসহ বিভিন্ন উপজেলা থেকে শীতকালীন সবজি আসত।
গতকাল নগরীর চৌমুহনী কর্ণফুলী মার্কেট কাঁচা বাজার ও বেটারি গলি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহে প্রতি কেজি ফুলকপি বিক্রি হয়েছে ৬০ টাকায়। কিন্তু এখন সেটি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এছাড়া শিমের দামও ১০ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায় এবং বাঁধাকপি কেজিতে ৫ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। অন্যদিকে পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, কচুর লতি ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, মুলা ৪০ টাকা, বেগুন ৬০ টাকা, তিতা করলা ৬০ টাকা, লাউ কেজি ৫০ টাকায়, মিষ্টি কুমড়া কাঁচা ৪০ টাকা, পাঁকা বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
নগরীর বেটারি গলি কাঁচা বাজারের সবজি বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, শীতকালীন সবজির সরবরাহ কমে গেছে, তাই দামও একটু বেড়েছে। এ বছর শীতকালীন সবজির উৎপাদন কম হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া পরিবহন খরচ বেড়ে যাওযার কারণেও দামের ওপর প্রভাব পড়ছে।
অপরদিকে মাংস ও মুরগির বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬০ টাকায়। এছাড়া সোনালী মুরগি ৩৯০ এবং দেশী মুরগির বিক্রি হচ্ছে ৪৭০ টাকা দরে। অন্যদিকে গরুর মাংস হাড়সহ বিক্রি হচ্ছে ৬৫০ টাকা এবং হাড়ছাড়া বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। ইসমাইল হোসেন নামের একজন ক্রেতা জানান, শুধু কাঁচা বাজার নয়, সব ধরণের ভোগ্যপণ্যের ঊর্ধ্বমুখী চাপে সাধারণ মানুষ খুব কষ্টে আছেন। আমরা সীমিত আয়ের মানুষ। সীমিত আয় দিয়ে চলতে হয়। ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির কারণে আমরা দিশেহারা। সরকার কেবল রমজান এলে কিছুদিন বাজার মনিটরিং করে। এরপর আর কোনো খবর থাকে না। আমরা সরকারের প্রতি
অনুরোধ জানাবো যাতে নিয়মিত বাজার মনিটরিং করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমাঠেই প্রকাশ্যে ধূমপান!
পরবর্তী নিবন্ধবাংলাদেশে অস্ট্রিয়ার বৃহত্তর বিনিয়োগ চান প্রধানমন্ত্রী