মাঠেই প্রকাশ্যে ধূমপান!

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ

বৃষ্টির কারণে গতকাল শুক্রবার বিপিএলের প্রথম ম্যাচটি হতে পারেনি। দ্বিতীয় ম্যাচেও ছিল বৃষ্টির বাগড়া। বৃষ্টি কিছুটা থামলে শুরু হয় মাঠ প্রস্তুতির কাজ। তখন মাঠে নেমে পড়েন ক্রিকেটাররা। এ সময়ই ঢাকা দলের ক্রিকেটার শাহজাদকে দেখা গেছে ই-সিগারেট বা ভেইপ টানতে। মাঠে আফগান ক্রিকেটারের মুখ থেকে ধোঁয়া ছাড়ার ছবি দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাঠের ভেতরে ধূমপান করা স্পষ্টতই ক্রিকেটের আচরণবিধির লঙ্ঘন। ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল ও ব্যাটসম্যান তামিম ইকবাল তাকে কিছু একটা বললে তিনি ঢুকে যান ড্রেসিং রুমে। টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির আহবায়ক রকিবুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, খেলার মাঠে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ। এটা মেনে নেওয়ার মতো নয়। কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ম্যাচ অফিসিয়ালদের উচিত তাকে সতর্ক করে দেওয়া। যাতে ভবিষ্যতে এরকম কিছু অন্য কেউ না করে। বিতর্কের সঙ্গে শাহজাদের সখ্য বেশ পুরনো। আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে আইসিসির তিরষ্কার পেয়েছেন তিনি। ২০১৬ বিপিএলে খেলা চলার সময় সাব্বির রহমানের সঙ্গে শারীরিক সংঘর্ষের ঘটনায় দুই ম্যাচ নিষিদ্ধ হন তিনি। পাশাপাশি জরিমানা হয় তার ম্যাচ ফির ৩০ শতাংশ। ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে ২০১৭ সালে তিনি ক্রিকেট থেকে নিষিদ্ধ হন এক বছরের জন্য। ২০১৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আউট হওয়ার পর ব্যাট দিয়ে মাঠে আঘাত করে ক্ষতিগ্রস্থ করায় নিষিদ্ধ হন দুই ম্যাচ। সঙ্গে জরিমানা হয় ম্যাচ ফির ১৫ শতাংশ। ২০১৯ সালে আফগান বোর্ডের আচরণবিধি ভাঙায় আবার নিষিদ্ধ হন এক বছরের জন্য।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে কমেছে শনাক্তের হার
পরবর্তী নিবন্ধসবজির বাজারে অস্বস্তি মাছ মাংসের দামও চড়া