রেকর্ড ছয়টি ব্যালন ডি’অর আগে থেকেই শোভা পাচ্ছিল তার অর্জনের শোকেসে। বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি আবারও জিতে সংখ্যাটা সাতে নিয়ে গেলেন লিওনেল মেসি। দারুণ প্রাপ্তির পর আর্জেন্টাইন তারকা বললেন, এমন অর্জন তার নিজের কাছেই অবিশ্বাস্য লাগছে। রবের্ত লেভানদোভস্কি, জর্জিনিয়ো, করিম বেনজেমাদের পেছনে ফেলে ২০২১ সালের ব্যালন ডি’অর জেতেন মেসি। প্যারিসে সোমবার রাতে এক জমকালো অনুষ্ঠানে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ এর পুরস্কারটি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের হাতে তুলে দেওয়া হয়। বিশ্বজুড়ে সাংবাদিকদের ভোটে সাতবার ব্যালন ডি’অর জিতে নিজেকে যেন সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন মেসি। এমন অর্জনে মেসি ধন্যবাদ জানালেন সবাইকে। ‘আবারও ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অর জিতে আমি সত্যিই গর্বিত। সপ্তমবারের মতো এটি জিততে পারাটা অবিশ্বাস্য। ধন্যবাদ জানাতে চাই আমার পরিবার, বন্ধুদের এবং যারা আমাকে অনুসরণ করে, সবসময় আমাকে সমর্থন করে। তাদেরকে ছাড়া আমি এটি অর্জন করতে পারতাম না।’