‘আমার আরও দায়িত্ব নিয়ে ব্যাট করা উচিত ছিল’

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১ ডিসেম্বর, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে পিছিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মোমিনুল বলেন, ‘আমরা প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংসের প্রথম এক ঘন্টা বাজে খেলে ম্যাচটা হেরে গেছি। মুশফিকুর রহিম ও লিটন দাস দুর্দান্ত ব্যাট করেছেন। পিচটা ব্যাটিংয়ের জন্য সহায়ক ছিল। তবে তাদের বিশেষ করে আফ্রিদি ও হাসান আলীকে কৃতিত্ব দিতে হয়। তারা সত্যিই দুর্দান্ত বোলিং করেছে।’ এই টেস্টের পিচকে ব্যাটিং-বান্ধব বলা মোমিনুল নিজেই অবশ্য ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে ৬ রানের পর দ্বিতীয় ইনিংসে মেরেছেন ‘ডাক’। তার মতো সংগ্রাম করেছে বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যানই। দুই ইনিংসেই খেলার অর্ধেক শেষ শুরুতে। ওপরের দিকে এই অবস্থা হলে ব্যাট করাটা খুব কঠিন। একাদশে ৭-৮ জন ব্যাটসম্যান থাকে। সবার পক্ষে প্রতি ইনিংসে অবদান রাখা কঠিন। ওপরের দিকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করলে খেলাটা আরও ভালো হতে পারত। টপ অর্ডার সাধারণত গড়া হয় প্রথম তিন ব্যাটসম্যানকে নিয়ে। মোমিনুল ব্যাট করেছেন চার নম্বরে। তবে দুই ইনিংসেই তিনি আউট হয়েছেন তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে। ব্যর্থতার এই কাঠগড়ায় তাই নিজেকেও তুলছেন বাংলাদেশ অধিনায়ক। ‘টপ অর্ডারে আমিও আছি। টপ অর্ডারে বাকি সবাই ছিল অনভিজ্ঞ, ১০-১২ টেস্ট খেলা। আমিই একমাত্র ছিলাম ৪৫-৪৭ টেস্ট খেলা (৪৬তম টেস্ট ছিল এটি তার)। আমার ওপর দায়িত্ব বেশি ছিল, আমি দায়িত্বটা নিতে পারিনি। কাজেই দায়টা আমার নিজের ওপরই নিচ্ছি।’‘ আমি বলব, আমার আরও দায়িত্ব নিয়ে ব্যাট করা উচিত ছিল। চার নম্বরে যদি বড় ইনিংস খেলতে পারতাম, তাহলে ভালো দিকে যেতে পারতাম। মোমিনুল মনে করেন বিক্ষিপ্ত ব্যক্তিগত পারফরম্যান্সে দলের লাভ হয় না। চট্টগ্রাম টেস্টে লিটন দাসের সেঞ্চুরি, মুশফিকের ৯১, তাইজুলের ৭ উইকেট শিকারের পরও চতুর্থ দিন থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাকিস্তান। অধিনায়ক মনে করেন, বিক্ষিপ্তভাবে এসব ব্যক্তিগত পারফরম্যান্সে দলের কোনো লাভ হয় না। সংবাদ সম্মেলনে মোমিনুল বলেন, ‘জিততে হলে দলীয় পারফরম্যান্সের প্রয়োজন হয়। আমাদের এমন পারফরমার নেই যে একা খেলবে আর দল জিতবে। যখন আমরা দলীয়ভাবে পারফর্ম করি, তখন আমাদের জয়ের সম্ভাবনা বেশি থাকে। পরিসংখ্যান তাই বলে। টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি যাই বলেন, একজনের পক্ষে ম্যাচ জেতানো খুবই কঠিন।’ প্রথম ইনিংসে ব্যাটিং ধসের পর মুশফিক-লিটনের দারুণ জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ফিফটি করা লিটন দাস কোনো সঙ্গী পাননি। ধসে পড়ে ব্যাটিং। দ্বিতীয় ইনিংসে বোলাররাও কিছু করতে পারেননি। এ নিয়ে মোমিনুল বলেন, ‘আমরা যদি দলীয়ভাবে সবাই পারফর্ম করি যেমন তাইজুল ৭ উইকেট পেয়েছে। অন্য প্রান্তে যদি অন্য কোনো বোলার ২-৩ উইকেট পেত, সঙ্গে ব্যাটসম্যানরা যদি ভালো ব্যাট করতো। তাহলে ভালো কিছুই হতো। ব্যক্তিগত পারফরম্যান্সে আমাদের কখনও সেভাবে দলীয়ভাবে লাভ হয় না।’

পূর্ববর্তী নিবন্ধসপ্তম ব্যালন ডি’অর জিতে মেসি বললেন, ‘অবিশ্বাস্য’
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫০.২৮ কোটি টাকা