সন্দ্বীপ পৌরসভা ছাত্রদলের কমিটি

আজাদী অনলাইন | রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সন্দ্বীপ পৌরসভা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি (শুক্রবার) মোহাম্মদ মনিরুল ইসলাম কে আহবায়ক ও মোজাহিদুল ইসলাম রুবেলকে সদস্য সচিব করে ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জাহিদুল আফসার জুয়েল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক আবুল হাসান ফয়সাল, মহিদুল মাওলা টুটুল, এম রুবেল, আমিন রসুল, মোহাম্মদ কাউসার, আব্দুল্লাহ আবু সাঈদ, মোহাম্মদ আহানাফ শাহরিয়ার, শরীফ ভূইয়া, আক্তারুজ্জামান জনি, মোহাম্মদ কামাল।

কমিটিতে সদস্য করা হয়েছে- নাহিদুল মাওলা, মো. সেলিম, মো. দিদারুল আলম, মো. জুয়েল, মো. আরিফ, আমিন রসুল, মো. আমজাদ হোসেন, মো. প্রান্ত, হোসাইন সাত্তার।

উত্তর জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ও অনুমোদিত এ কমিটিকে কমিটির অধীনস্ত সকল ইউনিটের কমিটি আগামী ৬০ দিনের মধ্যে গঠন করে জেলা বরাবর প্রেরণের নির্দেশনা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৯ জন
পরবর্তী নিবন্ধমিয়ানমারে পুলিশের ব্যাপক দমনাভিযান