সন্দ্বীপে মাদক বিরোধী সাইক্লিস্ট সমাবেশ

| রবিবার , ৭ নভেম্বর, ২০২১ at ৮:১৭ পূর্বাহ্ণ

মাদকমুক্ত সুস্থ সমাজ বিনির্মাণের লক্ষ্যে গত শুক্রবার বিকেলে সন্দ্বীপ থানা গ্রাউন্ডে দেশের প্রথম মাদকবিরোধী সাইক্লিস্ট সমাবেশ অনুষ্ঠিত হয়। সুস্থ তারুণ্যই সুস্থ সমাজ এই শ্লোগানে সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত সমাবেশে সন্দ্বীপসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা। তিনি বলেন, মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে হলে শরীরের সুস্থতার প্রতি যত্নবান হতে হবে, আর শারীরিক সুস্থতার জন্য সাইক্লিং উৎকৃষ্ট একটি ব্যায়াম। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ অতিথির বক্তব্যে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বশির আহমেদ খান বলেন, সমাজের মূল চালিকাশক্তি হলো সমাজের তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্ম মাদকমুক্ত থাকলে তবেই মাদকমুক্ত সমাজ নির্মাণ করা সম্ভব হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমন্বিত উদ্যোগে পুষ্টিসেবা কার্যক্রম বাস্তবায়ন সম্ভব
পরবর্তী নিবন্ধপণ্যের কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে আমরা মাঠে আছি