সন্দ্বীপে বই ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

| বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৯:০৫ পূর্বাহ্ণ

সন্দ্বীপে মানুষকে বইমুখী করতে ‘জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যারিয়ার এবং বই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার শিবেরহাট সন্দ্বীপ ফ্রেন্ডস্‌ ইউনিটি ক্লাব কার্যালয়ে বই চিন্তার উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বই, ক্যারিয়ারসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রাজউক উত্তরা মডেল কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ আনওয়ারুল কবির। মনোমুগ্ধকর দীর্ঘ বক্তব্যের পর বইচিন্তার এমন চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। বইচিন্তার উদ্যোক্তা ও সমন্বয়ক নজরুল নাঈম বলেন, আমরা সহজে মানুষের মাঝে বই পৌঁছে দিয়ে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চায়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকার এরশাদ উল্যাহ্‌, শিক্ষক মাঈন উদ্দিন ফাহাদ, শিক্ষক রিয়াদ হোসেন রাজ, সন্দ্বীপ ফ্রেন্ডস্‌ ইউনিটি ক্লাবের সভাপতি আবদুর রহমান সনি, সাধারণ সম্পাদক আশ্রাফ উদ্দিন জিহাদ, অর্থ সম্পাদক আরমান জাবেদ, নাইমুর রহমান দুর্জয়, জগলু আলম নাহিদ, ওমর ফারুক, আবদুর রহমান ইমন, হাসনাত রুবাই, আবদুর রহিম মিনহাজ, ইয়াছিন আরাফাত, শাহ আমান তামিম, মুসলিম উদ্দিন, হামিদ, মো. আকাশ, মো. শামীম, কাজী ইফাত, নাজমুল, মো. মুশফিকুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবদিউল আলম
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে নারীসহ ৪ জনকে কুপিয়ে জখম