সন্দ্বীপে নিরাপদ নৌ-রুটের দাবি

আন্দোলনকারীদের সাথে উপজেলা প্রশাসনের বৈঠক

সন্দ্বীপ প্রতিনিধি | রবিবার , ২৪ এপ্রিল, ২০২২ at ৫:৪২ পূর্বাহ্ণ

সন্দ্বীপে ২০ এপ্রিল স্পিডবোট দুর্ঘটনার প্রতিবাদে সোচ্চার ছাত্র ও যুব সমাজ। নৌ দুর্ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা ও নিরাপদ নৌ-রুটের দাবিতে হচ্ছে আন্দোলন। চলমান এ আন্দোলনের অংশ হিসাবে গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসার কার্যালয়ে আন্দোলনকারীদের সাথে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন ও মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম। আন্দোলনকারীরা এ সময় গুপ্তছড়া ঘাটে স্পিডবোট ডুবির বিষয়ে তদন্ত করার দাবিতে ইউএনও বরাবর একটা আবেদনপত্র প্রদান করেন। এছাড়া আন্দোলনকারীরা ইউএনওর মাধ্যমে গঠিত তদন্ত কমিটির কাছে ১২টি প্রশ্নের উত্থাপন করেন। এসিল্যান্ড মো. মঈন উদ্দীনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে সন্দ্বীপ উপজেলা প্রশাসন।

প্রশ্নগুলোর অন্যতম হলো স্পিডবোটের রেজিস্ট্রেশন ছিল কিনা? রেজিস্ট্রেশন থাকলে সেটার সার্ভে মেয়াদ ছিল কিনা? রেজিস্ট্রেশন ও সার্ভের মেয়াদ থাকলেও স্পিডবোটের গায়ে (সামানে দুই পাশে) নাম ও রেজিস্ট্রেশন নম্বর কেন ছিল না? পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জাম ছিল কিনা? সার্ভে সনদে উল্লেখিত যাত্রীর অতিরিক্ত যাত্রী নিয়েছিল কিনা? বে ক্রসিং পারমিশন ছিল কিনা? চালকের সনদ ছিল কিনা?

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা আন্দোলনকারীদের আশ্বস্ত করেন জানান, আবেদনপত্রের উল্লেখিত প্রশ্নগুলো তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিবেন। এদিকে সাংসদ মাহফুজুর রহমান মিতার মৌখিক আদেশে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্পিডবোট বন্ধ রেখেছেন ঘাট ইজারাদার।

পূর্ববর্তী নিবন্ধকোথাও কোথাও শিলাবৃষ্টির আভাস
পরবর্তী নিবন্ধপটিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার