সন্দ্বীপে দিবা-রাত্রি নৌ যাতায়াতের ব্যবস্থা করা হবে : এমপি মিতা

| শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৮:০৭ পূর্বাহ্ণ

সন্দ্বীপ চ্যানেলে দিবারাত্রি নৌ যাতায়াতের ব্যবস্থা করা হবে। আমরা আর রাতে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকতে চাই না। সন্দ্বীপবাসী যাতে নিরাপদে সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিতে পারে সে লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি।’

মগধরা, মাঈটভাঙা, সারিকাইত ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রণালয় সস্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সন্দ্বীপ থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাঈটভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল আলম। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন বেদন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ সারোয়ার শামীম, মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, মগধরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম সমির, সারিকাইত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশ্রাফ উল্লাহ আসিফ, মাঈটভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন মামুন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার শফিউল আজম তুহিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম, সন্দ্বীপ আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক সাইফুল আজম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলুটেরা ব্যবসায়ীদের কারণে মানুষের জীবন অতিষ্ঠ
পরবর্তী নিবন্ধ‘নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়’