সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ–নির্বাচন আগামী ২৫ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আজ শেষ হচ্ছে প্রচার–প্রচারণা। তবে এ নির্বাচনে নৌকা ও আনারস প্রতীকের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
শুরু থেকেই ব্যাপক প্রচারণা চালিয়ে আসছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন মিশন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মশাল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাহমুদ। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন আজাদীকে জানান, সন্দ্বীপসহ পুরো বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বিস্ময়কর উন্নয়ন সেটাকে বিবেচনা করে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস সন্দ্বীপবাসী নৌকার পক্ষে রায় দিবে। দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম সন্দ্বীপেই সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে সাগরের তলদেশ দিয়ে জাতীয় গ্রিডের বিদ্যুতের আলোয় আলোকিত। আর এ বিদ্যুতের সুবিধাকে কাজে লাগিয়ে এখন নিত্যনতুন ব্যবসা শুরু করেছে সন্দ্বীপবাসী। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় সহ–সভাপতি নুরুল আকতার দৈনিক আজাদীকে বলেন, আমরা দীর্ঘদিন সন্দ্বীপের ৬০ মৌজা ফিরিয়ে দেয়ার দাবিতে আন্দোলন করছি, নিরাপদ নৌ যাতায়াত দাবিতে কথা বলছি, স্পিডবোটসহ সকল নৌযানের ভাড়া কমানোসহ সাধারণ মানুষের কথা গুলো বলছি। এসব কারণে আমরা মনে করি জাসদের প্রার্থীকে সন্দ্বীপের মানুষ উপজেলা নির্বাচনে ভোট দিবে। আমরা এ পর্যন্ত দেড় শতাধিক পথা সভা করে সন্দ্বীপের বিভিন্ন সমস্যাগুলো সাধারণ মানুষের কাছে উপস্থাপন করছি। এসব পথসভায় মানুষের আমাদের সাথে ব্যাপকভাবে একাত্মতা প্রকাশ করছে।
গতকাল সোমবার দুপুরে নির্বাচনের সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। এসময় কয়েকটি জায়গায় নিজের কর্মী সমর্থকদের উপর হামলা ও হুমকির অভিযোগ করেন। তিনি নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার আহবান জানান। তিনি এসময় আওয়ামী লীগের প্রার্থীর অভিযোগের প্রতিবাদ জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মাস্টার কামাল উদ্দীনকে যে দিন হত্যাকরা হয়, সেদিন আমি ভারত থেকে ফিরছিলাম। এদিকে কাগজে–কলমে এ উপনির্বাচনে প্রার্থী চারজন। তবে দোয়াত–কলম প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল নির্বাচনী মাঠে নেই। তিনি আনারস প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করছেন।
উল্লেখ্য যে, সাবেক উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএর মৃত্যুর কারণে এ উপ–নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।











