রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী উপজেলার হলদিয়া ইউনিয়নে সর্বস্তরের জনসাধারণের এক সমাবেশে বলেছেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই এখন দেশের মানুষ সুখে আছে এবং রাউজান খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই উপজেলায় ৬২ হাজার টন খাদ্য উৎপাদন হয়। এর বিপরীতে এলাকার চাহিদা আছে মাত্র ৫৮ হাজার টন। তিনি জানান উপজেলার উত্তর– দক্ষিণ দুই প্রান্তে দুটি শিশু পার্ক হবে। নতুন করে ১৩ কোটি টাকার উন্নয়ন কাজ শুরু হবে। অতীতের নেতৃত্ব ও রাজনীতির প্রসঙ্গ টেনে বলেন উগ্র সাম্প্রদায়িক ও সন্ত্রাস নির্ভর রাজনীতির কারণে ৯৬ পূর্ববর্তী সময়ে এই উপজেলার অনেক মানুষ খুন করা হয়েছে। শেখ হাসিনা সরকার আসার পর থেকে রাউজানের মানুষ শান্তিতে আছে। এখন মানুষ বয়স্ক ,প্রতিবন্ধী ,গর্ভবতী নারী,মুক্তিযোদ্ধা ভাতাসহ নিয়মিত সুযোগ সুবিধা পাচ্ছেন,কৃষকরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে চাষাবাদ করতে পাচ্ছে, গ্রামের সব রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট পাকা হয়েছে। শিক্ষা, আবাসন, স্বাস্থ্যসহ সব সেবাদানকারী প্রতিষ্ঠানের আধুনিকায়ন করা হয়েছে। একালের কিলিং জোন হিসাবে পরিচিতি পাওয়া এই রাউজান শান্তির জনপদে পরিণত হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ, শান্তি, সমৃদ্ধির এই উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিতে প্রস্তুতি নেয়ার আহ্বান তিনি জানান।গত রোববার হলদিয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত স্থানীয় ইয়াছিন শাহ স্কুল এন্ড কলেজ মাঠে বিশাল এই সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। মেম্বার সরোয়ার আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, কৃষি বিভাগের বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী নজরুল ইসলাম। উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল বলেন ফজলে করিম চৌধুরীর সুদৃঢ় নেতৃত্বে রাউজানের এই সমৃদ্ধি, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য প্রতিনিধি। কৃষিজীবিদের চাষাবাদের সুবিধার্থে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সব খাল কাটার জন্য পাঁচ শত কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব বরাদ্দ মিলেছে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর মত যোগ্য নেতা আছে বলে। এই অনুষ্ঠান মঞ্চে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন, আবু তাহের প্রমুখ। সমাবেশে মুনাজাত পরিচালনা করেন মাওলানা এম. বেলাল উদ্দিন।