পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়রম্যান পদ থেকে সন্তু লারমকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি করেছেন ইউপিডিএফের নারী সংগঠন হিল উইমেনস ফেডারেশন। এই দাবিতে গতকাল বুধবার সন্তু লারমার কার্যালয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সামনেই এই মানববন্ধন করা হয়। এতে হিল উইমেনস ফেডারেশন কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। খবর বিডিনিউজের।
হিল উইমেনস ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি শোভা চাকমা ও দপ্তর সম্পাদক এন্টি চাকমা ছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।












