ইংরেজি বছরের শেষ দিনে একটি উচ্চাঙ্গসংগীতের আয়োজন করেছে সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ। গতকাল শুক্রবার থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের লেকচার হলে সদারঙ্গের সম্পাদক রাজিব দাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সদারঙ্গের সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী এবং সহ সভাপতি অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী। এরপর শুরু হয় শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান। তিনটি অতি সুপ্রচলিত রাগের সংমিশ্রণে সাজানো হয় পুরো অনুষ্ঠান। প্রথমে নবীন শিল্পী অন্বেষা চক্রবর্তীর কন্ঠে পরিবেশিত হল রাগ ইমন খেয়াল। রাগ বেহাগে খেয়াল পরিবেশন করেন শিল্পী পল্লবী বড়ুয়া। সর্বশেষ পরিবেশনা ছিল রাগ বাগেশ্রী খেয়াল। পরিবেশন করেন শিল্পী রাজশ্রী বিশ্বাস। তবলায় ছিলেন শিল্পী রাজিব চক্রবর্ত্তী ও হারমোনিয়ামে শিল্পী প্রমিত বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।