সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের আয়োজনে আগামী ২৫, ২৬ ও ২৭ এপ্রিল ৩ দিনব্যাপী ২৭তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন–চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি তে) শুরু হবে। সম্মেলন উৎসর্গ করা হয়েছে উস্তাদ রশিদ খান কে। সম্মেলনে ৬ টি অধিবেশনের মধ্যে রয়েছে উদ্বোধনপর্ব, উচ্চাঙ্গ সংগীত পরিবেশন, প্রভাতী অধিবেশন ও সেমিনার। এবারের সম্মেলনে দলীয়, কণ্ঠ ও যন্ত্রে দেশ–বিদেশের স্বনামধন্য প্রায় শতাধিক শিল্পীবৃন্দ উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করবেন।২৫ এপ্রিল সন্ধ্যা ৬টায় প্রারম্ভিক অধিবেশনে উদ্বোধক থাকবেন বরেণ্য সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান। প্রধান অতিথি থাকবেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।
সভাপতিত্ব করবেন সদারঙ্গের সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। দ্বিতীয় অধিবেশন সন্ধ্যা ৬.৩০টায় শুরু হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান।
২৬ এপ্রিল তৃতীয় অধিবেশনে সন্ধ্যা ৬.৩০টায় উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান। ২৭ এপ্রিল শনিবার ৪র্থ তথা প্রভাতী অধিবেশনে সকাল ৯.০০টায় উচ্চাঙ্গ সংগীত পরিবেশনা। ৫ম অধিবেশন ১১টায় ‘উচ্চাঙ্গ সংগীতের প্রচার ও প্রসারে উচ্চাঙ্গ সংগীত শিল্পীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার। ষষ্ঠ ও অন্তিম অধিবেশন যথারীতি সন্ধ্যা ৬.৩০টায় শুরু হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।