সদরঘাট থানা ঘাট ও গুদাম শ্রমিকলীগের নির্বাচন, দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার দাবিতে নির্বাচন কমিশনের কাছে সাধারণ শ্রমিকদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান হয়। সাধারণ সভার মাধ্যমে শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে নির্বাচন কমিশন গঠন করার পরেও কেন নির্বাচন বিলম্বিত হচ্ছে, তার উত্তর চেয়ে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করে সদরঘাট থানা ঘাট ও গুদাম শ্রমিকলীগের সাধারণ শ্রমিকবৃন্দ। সেইসাথে ২০ সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকা হলনাগাদ করে, বৈধ ভোটার তালিকা প্রকাশ ও দ্রুত নির্বাচনি তফসিল ঘোষণার দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রাজা মিয়া, আলমগীর শরিফ, আবদুল মান্নান, বাহাদুর, শাহিন মোল্লা, মন্টু হাওলাদার, জাফর ফকির, মহিউদ্দিন, হানিফ হাওলাদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।