নগরের সদরঘাট থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. ইসরাফিল। গত শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২০ সালের ২২ মার্চ সদরঘাট থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রাপ্ত আসামি ইসরাফিল। গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লার লাকসাম থানার শুকতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব–৭ ও র্যাব–১১ এর যৌথ অভিযানিক দল। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লাকসাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।