সত্যিকার মুমিন ইসলামকে পুরোপুরি গ্রহণ করবে

চুনতীর সীরতুন্নবী (সা.) মাহফিলে ২য় দিবসের আলোচনায় বক্তারা

| শনিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:০৫ পূর্বাহ্ণ

চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.)- মাহফিলের ২য় দিবসের অনুষ্ঠান গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। লোহাগাড়া চুনতীস্থ শাহ্‌ মনজিল সীরত ময়দানে আয়োজিত অনুষ্ঠানে ছদরে মাহফিল ছিলেন পেকুয়া বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী। দরূদ শরীফের গুরুত্ব ও ফজিলত বিষয়ে আলোচনা করেন লোহাগাড়া চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারী রবিউল্লাহ। আল কোরআনের আলোকে মুমিনের গুণাবলী বিষয়ে আলোচনা করেন চুনতী ফাতেমা বতুল মহিলা ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দীন। সুরা কাউসারের তফসির ও শিক্ষা বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম ইকরাম চেমন সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার সুপার মাওলানা আসহাব উদ্দিন মজিদী। নবী করীম (সা.)-এর শমায়েল মোবারক বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদভী ও পটিয়া শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শহিদুল হক হোছাইনি। কালামে পাক থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ মুত্তাকি বিল্লাহ, যায়েদ বিন দেলোয়ার, মাওলানা ক্বারী সালাহ উদ্দিন। না’আতে রসুল (সা.) পরিবেশন করেন মুহাম্মদ আবু হেলাল, হাফেজ মাওলানা মুহাম্মদ রুকন উদ্দীন, মুজতাহিদ হাসান আবরার, মুহাম্মদ সাকিব, হাফেজ মুহাম্মদ আবদুল গফুর। বক্তারা বলেন, সত্যিকার মুমিন ইসলামকে পুরোপরি গ্রহণ করবে। জীবন বিধান হিসেবে প্রতিষ্ঠা করার জিহাদে শরীক হবে। মুমিন ন্যায়ের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধের সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে। চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব ইসমাইল মানিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত
পরবর্তী নিবন্ধবাংলাদেশ বিমান বাহিনীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন