সততা ও স্বচ্ছতা প্রশাসনিক কাঠামোকে শুদ্ধতা দেয়

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তার বিদায় অনুষ্ঠানে মেয়র

| মঙ্গলবার , ২২ জুন, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তারা সরকারের প্রশাসনিক কাঠামোর শৃঙ্খলা, নিয়ম-নীতি এবং স্বচ্ছতাকে সুপ্রতিষ্ঠিত করে। বিশেষ করে সরকারি ও স্বায়ত্ত্বশাসিত সেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শৃঙ্খলা ও স্বচ্ছতার বিষয়সমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া সেবামূলক সংস্থাগুলো জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেতে পারে না। এই নিরীখে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক প্রজাতন্ত্রের ক্যাডারভূক্ত পদস্থ কর্মকর্তা হিসেবে সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে তাঁর সামর্থ্য ও দক্ষতাকে প্রয়োগ করে সার্থকতার নজীর রেখে গেছেন। তিনি গতকাল সোমবার সন্ধ্যায় পুরাতন নগর ভবনস্থ কে বি আবদুচ সাত্তার মিলনায়তনে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল হক বলেন, উচ্চপদস্থ জায়গায় দায়িত্ব পালন করতে গেলে কঠোর হতে হয় এবং ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান ও সর্বজনীন স্বার্থকেই প্রাধান্য দিতে হয়। একটা বিষয় বলতেই হয়, পেশাগত দায়িত্ব পালনে সকলকে সমানভাবে সন্তুষ্ট করা যায় না।
চসিক সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুল বারেক, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, জোন প্রধান আফিয়া আক্তার, আইন কর্মকর্তা জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, চসিক কলেজ শিক্ষক সমিতির পক্ষে জিন্নাত পারভীন, শিক্ষকদের পক্ষে টিংকু ভৌমিক, সিবিএ সভাপতি ফরিদ আহমদ। শুরুতে কোরআন তেলোয়াত করেন চসিক মাদ্রাসা পরিদর্শক মাওলানা হারুন-উর-রশিদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে হাজতির মৃত্যু
পরবর্তী নিবন্ধ৬ লাখ টাকা বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স ফি আদায়