সকালের সূর্য

রিপলু চৌধুরী | রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৫:২৩ পূর্বাহ্ণ

সকালের সূর্য ভালো গো মা
সকালের সূর্য ভালো
ডাক্তার আংকেল বলেছে আমায়
সকালের সূর্য ভালো।

সকালের রোদে ভিটামিন ডি থাকে
ডাক্তার আংকেল বলেছে
শরীরের জন্য খুব উপকার
ডাক্তার আংকেল বলেছে।

তাইতো আমি সকাল বেলা
হাঁটি বাড়ির চারপাশে
ফুলের গন্ধে মন আমার
মুক্ত সুবাসে ভাসে।

হাঁটতে হাঁটতে দাঁত ব্রাশ করি
সকাল বেলার সাজে
বই নিয়ে পড়তে বসি গো মা
সাত সকালের সাজে।

পূর্ববর্তী নিবন্ধমানবতার কল্যাণে লায়ন সদস্যদের একযোগে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধদহন