সকল ক্ষেত্রে সংস্কার শেষ করেই জাতীয় নির্বাচন হোক : আবু তাহের

| সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ at ১২:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউনুছ আলকরণী স্মরণে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আবু তাহের বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার গত ১৬ বছরে দেশের সব সেক্টর ধ্বংস করে গেছে। ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যূত্থান নির্বাচনের জন্য হয়নি। বৈষম্য ও সর্বক্ষেত্রে দলীয়করণ রাষ্ট্রীয় সম্পদ অবাধে লুঠপাট, সীমাহীন দূর্নীতি, দুঃশাসনের অবসানে হাজার হাজার ছাত্র-জনতা বুক পেতে শহীদ হয়েছেন। রক্ত দিয়েছেন, পঙ্গু হয়েছেন। জাতীয় পার্টি শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্বতা জানিয়ে আন্দোলনে আমরা সামিল ছিলাম।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের আন্দোলনকারী ছাত্র জনতাকে ‘মুক্তিসেনা’ ঘোষণা করেছিলেন।

আজ সোমবার (১১ নভেম্বর) বিকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি আবু তাহের বলেন, বাংলাদেশে প্রথম সংস্কার করেছেন স্বাধীন বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রনায়ক জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ। জাতীয় পার্টির ৯ বছরের শাসনামল ছিল সুশাসনের আমলে। গণঅভ্যূত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সকল ক্ষেত্রে সংস্কার করেই জাতীয় নির্বাচন হোক। এখানে তাড়াহুড়ো করার সুযোগ নেই।

মরহুম ইউনুছ আলকরণী শোক সভায় কমিটির আহ্বায়ক ও মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি ওসমান খানের সভাপতিত্বে সদস্য সচিব শিল্পী বাবুল আহমেদ’র পরিচালনায় শোক সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলার আহ্বায়ক নুরুচ্ছাফা সরকার, সদস্য সচিব আব্দুস সাত্তার রনি, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকী, আলহাজ্ব বোরহান উদ্দিন ফারুকী, নগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, নগর যুব সংহতির যুগ্ম আহ্বায়ক এম.এ. শুক্কুর, যুব নেতা জাহেদুল ইসলাম জাহেদ, কোতোয়ালী থানা জাপা আহ্বায়ক সেলিম উদ্দিন চৌধুরী, বাকলিয়া থানা জাপা আহ্বায়ক নিজাম উদ্দিন কাজল, নীল কমল সুশীল, নগর ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক জবিরুল হক সোহাগ, মরহুমের একমাত্র পুত্র আশিক ইবনুর।
সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত বেলাল জামে মসজিদের খতিব সামশুল ইসলাম আলকদেরী।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি আমজাদ র‌্যাবের জালে
পরবর্তী নিবন্ধজিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত