সকল পাপাচার থেকে দূরে থাকতে হবে

নোয়াপাড়ায় আল্লামা তাহের শাহ

রাউজান প্রতিনিধি | শনিবার , ২২ অক্টোবর, ২০২২ at ১২:২০ অপরাহ্ণ

রাহনুমায়ে শরিয়ত ও তরিকত হযরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (ম.জি.আ.) বলেছেন, যেসব কাজে আল্লাহ ও রাসুল (দ.) অসন্তুষ্ট হবেন সেসব কাজ থেকে বিরত থাকতে হবে। সকল পাপাচার থেকে দূরে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হবে। গত বৃহস্পতিবার নোয়াপাড়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা ও উপজেলা দক্ষিণ শাখা গাউসিয়া কমিটির উদ্যোগে আয়োজিত সুন্নি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

এতে প্রধান বক্তা ছিলেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ (ম.জি.আ.), বিশেষ বক্তা ছিলেন শাহজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ.)। সংযুক্ত আরব আমিরাত গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ আইয়ুবের সভাপতিত্ব সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ বাবুল মিয়া।

উপজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ ও যুগ্ম সম্পদক মুহাম্মদ কামাল উদ্দিন এবং অধ্যক্ষ মাওলানা সৈয়দ শওকত হোসেন রেজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন মুহাম্মদ মহসিন, আনোয়ার হোসেন, সিরাজুল হক, পেয়ার মুহাম্মদ কমিশনার, এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, মাহবুব এলাহি সিকদার, এড. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রকৌশলী নুরুল আজিম। তাকরীর করেন মাওলানা জসিম উদ্দিন আল আজহারী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধস্যার মরিস ব্রাউন স্কুলের বার্ষিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধউন্মুক্ত স্থানে গ্যাস সিলিন্ডার মজুদ করায় জরিমানা